1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১০ মে ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি )
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি )

গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় কালিয়াকৈর রোডের একটি বহুতল ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীপুর থানা পুলিশ। সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন খান ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা।

মাওনা বাজার রোডের তৃতীয় তলায় বসবাসকারী নবী হোসেন এবং তার সহযোগী সজল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি৷ শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শ্রীপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নবী হোসেন (৬০) এবং সজল (৫০) কৌশলে পালিয়ে যায়।

পুলিশ তল্লাশি চালিয়ে নবী হোসেনের বাসা থেকে ৭টি মশার কয়েলের কার্টনের ভেতরে লুকানো থাকা অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৮৭ বোতল বিদেশি অবৈধ মদ উদ্ধার করতে সক্ষম হয়। যার মোট ওজন আনুমানিক ৬০ লিটার এবং বর্তমান বাজার মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নবী হোসেন ওই এলাকায় মদের ব্যবসা করে আসছিলেন। তার এই তৃতীয় তলা ভবনে মাদকদ্রব্য রেখে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে পুলিশের একটি দল নবী হোসেনের তৃতীয় তলা ভবনে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করে। তবে অভিযানকালে নবী হোসেন বা অন্য কেউ গ্রেপ্তার হয়নি।

উক্ত ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৭, তারিখ-১৯/০১/২৫)। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন , মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফজাল হোসেন খান বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং ভবিষ্যতে এধরনের অভিযান আরও পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট