1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরের সাফারি পার্কের দেয়াল টপকে একটি নীলগাই লোকালয়ে চলে গেছে

মো. জুয়েল খান ( স্টাফ রিপোর্টার গাজীপুর)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

মো. জুয়েল খান ( স্টাফ রিপোর্টার গাজীপুর)

গাজীপুর সাফারি পার্ক থেকে দেয়াল ভেঙে পালিয়ে গেছে একটি নীলগাই। ওই নীলগাইকে ফিরিয়ে আনতে গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলাজুড়ে অভিযান চলছে বলে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জানান।

সোমবার সন্ধ্যায় তিনি বলেন, “এখন নীলগাইয়ের প্রজনন মৌসুম চলছে। ১৬ জানুয়ারি পালানোর দিন এক মাদী নীলগাইয়ের সঙ্গে একাধিক পুরুষ নীলগাই প্রজননে লিপ্ত হতে যায়। এ নিয়ে পুরুষ নীলগাইদের প্রতিযোগিতার মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে একটি পুরুষ নীলগাই জরাজীর্ণ সীমানা প্রাচীর ভেঙে লাফিয়ে লোকালয়ে চলে যায়।

“তাৎক্ষণিকভাবে নীলগাইটিকে পার্কে ফিরিয়ে আনার চেষ্টা করলেও সম্ভব হয়নি। নীলগাইটি দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। নীলগাইটি বিভিন্ন সময় গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকার সিডস্টোর, বাটাজোর এবং টাঙ্গাইলের মধুপুর এলাকায় বিচরণ করছে বলে জানা গেছে।

“আমরা স্থানীয়দের সতর্ক করছি এবং নীলগাইয়ের যাতে কেউ ক্ষতি না করে তার জন্য ওইসব এলাকায় মাইকিং করছি। এরা অত্যন্ত শক্তিশালী প্রাণী। নীলগাই প্রাকৃতিকভাবেই বনে-জঙ্গলে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এরা এত দ্রুতগতিতে চলে যে তাদের ট্রাঙ্কুলাইজিং (চেতনানাশক ইনজেকশন প্রয়োগ) করা সম্ভব হয় না।

রফিকুল ইসলাম জানান, নীলগাইটি ১৮ জানুয়ারি সকালে ময়মনসিংহের বাটাজোর বাজার এলাকায়, বিকাল ৫টার দিকে টাঙ্গাইলের সখিপুর থানার কালমেঘা এলাকায় ছিল। রাতে খোঁজ করে নীলগাইটির সন্ধান মেলেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট