যেই আগুন দেখা যায় না
মোঃ মিলন হক
যেই আগুন দেখা যায় না,
সেই আগুনের ছাই থাকে না!
সেই আগুন কভু সহজে নেভে না ।
সেই আগুন পোড়ায় বেশী!
সেই আগুন নেভাতে পারে না;
কোন নদী,সাগর,মহাসাগর।
যেই আগুন দেখা যায় না,
সেই আগুনের তেজ পারমানবিক
বোমার থেকেও ভীষণ ভয়ঙ্কর !
যেই আগুন দেখা যায় না,
সেই আগুন পৃথিবীর কোথাও লাগে না।
লাগে মানুষের কলিজায়!
কলিজা পিপাসা কাতর নই ;তবুও করে
খাঁ খাঁ ধূসর মরুভূমির চোরাবালির মতন।
সেই আগুনে দগ্ধ হয় হৃদয়!পোড়ে মন!
যেই আগুন দেখা যায় না ,
সেই আগুন তৈরী করে,অশ্রুজলে মহাসমুদ্র!