 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকা থেকে আড়াই কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস আই) মোঃ মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালী ইউনিয়নের সোনাতলা এলাকার বরফ ফ্যাক্টরির সামনে অভিযান চালানো হয়। এ সময় আড়াই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন,গাজীপুর জেলার কালিয়াকৈর থানার খলিশাজানি এলাকার মৃত আব্দুল বাছেদের ছেলে হাসান আলী (৬৮) ও কুমিল্লা জেলার হোমনা থানার রাজাপুর গ্রামের সুন্দর আলীর ছেলে এনামুল (৫৪)
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ জাফর আলী জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হবে এবং এদের সাথে আরো কারা কারা এই সোনাতলা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত আছে তাদের কেও আইনের আওতায় আনা হবে।