এডি পিনব :–
অদ্য ১৬ ফেব্রুয়ারী রোববার স্থানিয় সময় সকাল ১১ টার দিকে সিলেটের বিভাগের কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এতে ঘটনাস্থলে জীবন আহমেদ (২৮) নামে চালক নিহত হোন।ঘটনাটি সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে। এতে বিপরীত দিকে থাকা অন্য চালকও আহত হোন। মৃত্যুর বিষয়টি সিলেট এম এ জি ওসমানি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। নিহত জীবন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুরের জহর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় নিহত জীবন মিয়া নিয়ন্ত্রণ হারিয়া বিপরীত দিকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুর্ঘটনা কবলিত ২টি গাড়ি জব্দ করা হয়েছে তবে অস্বাভাবিক অবস্থায় থাকায় থানায় আনা যায়নি বলে জানা গেছে।