কাজী আনোয়ার হোসেন (স্টাফ রিপোর্টার)
অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রির একটি স্টল বন্ধ করা হয়েছে। মেলা পরিচালনা কমিটি বলছে, স্যানিটারি ন্যাপকিন বা ডায়াপার বিষয় নয়। অনুমোদন না থাকায় স্টলটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে স্টলটি বন্ধ দেখা গেছে।
কমিটির সংশ্লিষ্টরা বলেছেন, স্টলটি মেলার নীতিমালা লঙ্ঘন করে পণ্য বিক্রি করছিল, তাই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, ফেইসবুকে কেউ কেউ পোস্ট লিখেছেন, ‘ইসলামিস্ট গ্রুপের মব’ এর ভয়ে স্টলটি বন্ধ করেছে কমিটি। স্টল বন্ধ সংক্রান্ত একটি চিঠিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে লেখা হয়েছে, ‘বেশ কিছু ইসলামিস্ট গ্রুপ’ স্টলটিতে স্যানিটারি ন্যাপকিন বিক্রিতে আপত্তি জানায়।