ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার কর্মচারী চম্পক দত্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি/পেইজ এ অপপ্রচারের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫/০২/২০২৫ ইংরেজি তারিখ “চকরিয়ার মুখোশ”, “Chakarian: SSC 1971 to Infinity”, “কক্স অনলাইন বার্তা” নামক ফেইসবুক আইডি/পেইজ এ চম্পক দত্ত কর্তৃক জন্মনিবন্ধন সনদ সংক্রান্ত সেবা প্রদানে অতিরিক্ত অর্থ আদায় করছেন এবং গ্রাহকদের হয়রানি করছেন মর্মে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে চকরিয়া পৌরসভার টিকাদানকারী চম্পক দত্তের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু কিছু লোক আমাকে জনস্মুখে হেয় প্রতিপন্ন করার নিমিত্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ বিষয়ে প্রতিকার প্রাপ্তির জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ”
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, এ বিষয়ে ভুক্তভোগী কর্মচারী চম্পক দত্ত চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করেন যার জিডি নং- ৭৪৫।
প্রসঙ্গত, চম্পক দত্ত কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া গ্রামের সচিন্দ্র লাল দত্তের ছেলে।