এডি পিনব (নিউজ ডেস্ক):- না ফেরার দেশে পা রাখলেন তরুন জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা শাহবাজ সানি। ১৭ ই ফেব্রুয়ারী সোমাবার দিবাগত রাত ৩ টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে হার্ট অ্যাটাক করে মারা গেছেন এ অভিনেতা। ছোট পর্দার নাটকগলো তরুন প্রজন্মের কাছে বেশ সমাদৃত হয়েছিলো। তার মৃত্যুতে শোবিজ পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে, বিভিন্ন নাট্য নির্মাতা থেকে শুরু করে অভিনেতারা তার মৃত্যু তে শোক বার্তা জানিয়ে পোস্ট করছেন। উল্লেখ্য সানির মিডিয়াতে আগমন ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার ‘আবদুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি’