পারভেজ আহমেদ বিশেষ প্রতিনিধি (গাজীপুর জেলা)
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের যুগীরচালা (রহমত ১নং গেইট সংলগ্ন) নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুলে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
শীতের শেষে বাঙালির প্রানের উৎসব এই পিঠা উৎসবের আয়োজন করেন স্কুলের প্রতিষ্ঠিতা পরিচালক মোঃ ফরহাদ হোসেন। এই আয়োজনে অংশগ্রহণ করেন অত্র স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।
নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুল ২০০৮ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে অত্র এলাকার শিক্ষার বিকাশ ঘটেছে ব্যাপক পরিসরে, সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণে একধাপ এগিয়ে নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুল, এরই ধারাবাহিকতায় নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুল আয়োজন করে এবারের পিঠা উৎসব।
পিঠা উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকারের শতাধিক পদের মজাদার লোভনীয় পিঠার সমাহার ঘটান স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা স্বল্প মূল্যে স্বাদ নেন দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকারের পিঠার। বিশেষ করে ফুল পিঠা, পাটিসাপটা,চিতই, কুমড়ো পুলি, মনপুরা, হৃদয়হরন, পুলিপিঠা, সংসার পিঠা, তেলের পিঠা, শিউলি, আইলা কেশি, নারিকেল পুলি, কদমফুলি, মাংসপুলি, বাদাম পিঠা, চকলেটবার, পাক্কন পিঠা, বিবিখানা, ডালের পিঠা,জামাইপিঠা, চিনির গোলাপ, দুধকুলি, শাপলাপিঠা নকশী পিঠা সহ বাহারি নামের বাহারি নকশার দেশীয় পিঠা। নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনব্যাপী এই জমজমাট উৎসবের সমাপ্তি ঘোষণা করেন স্কুলের প্রতিষ্ঠিতা পরিচালক মোঃ ফরহাদ হোসেন।