1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৪ মে ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি’র (বিডিইউ) পরিবর্তিত নাম পছন্দ না হওয়ায় শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়টির নতুন নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ ঘোষণার দাবি জানিয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

শিক্ষার্থীরা জানান, কালিয়াকৈর উপজেলা পরিষদের উত্তর পাশে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) নামে একটি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ৫ আগস্টের পর দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দ বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়।

গত ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার ঘোষণা দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের এই নাম পছন্দ হয়নি। তাঁদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে।

সেই দাবিতে গত কয়েক দিন ধরে মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তাঁরা। গত শনিবার দুপুরে শিক্ষার্থীরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মানববন্ধন করেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সোয়া ৯টার দিয়ে কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় গিয়ে রেললাইন অবরোধ করেন। সেখানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। আটকা পড়া ট্রেন বেশ কিছু অসুস্থ রোগী থাকায় তাদের স্বজনদের অনুরোধ শিক্ষার্থীরা পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জে এক্সপ্রেস ট্রেনটি ছড়ে দেন। তবে শিক্ষার্থীরা রেল লাইনের ওপর বসে অবরোধ সৃষ্টি করে রেখেছেন। এতে কিছু সময়ের জন্য যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন বলেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচয় স্পষ্টভাবে তুলে ধরে না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়টিকে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে স্বীকৃতি দেওয়া হোক যা একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলব।

হাইটেক রেলস্টেশনের টিকিট বুকিং কর্মকর্তা মোঃ আলম বলেন, জয়দেবপুর ও যমুনা রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অবরোধরে কারণে মৌচাক স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি থেমে আছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ‘শিক্ষার্থীরা তাঁদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছেন। তাঁরা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিলেন, পরে ছেড়ে দিয়েছেন। তবে সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট