 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মো. জুয়েল খান (স্টাফ রিপোর্টার গাজীপুর)
গাজীপুরে চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে কোনাবাড়ি থানায় ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গাজীপুরের টঙ্গী চেরাগ আলি এলাকা থেকে এক নারী পোশাকশ্রমিক আজমেরী পরিবহনের বাসে ওঠেন। বাসটি কড্ডা এলাকায় পৌঁছালে ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে চলন্ত বাসে চালকসহ চারজন মিলে তাকে ধর্ষণ করেন।
শুক্রবার (২১ মার্চ) কালিয়াকৈর থানার উপ পরিদর্শক এসআই হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই আসামিকে আটক করা হয়েছে। এরপর আসামিদের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই নারীর প্রতিবেশী ও আত্মীয়-স্বজন মিলে ওই বাসটি খুঁজতে কালিয়াকৈর চন্দ্রা এলাকায় এসে গাড়িটি দেখতে পান। পরে কামরুল ও সাঈদ নামে দুই যুবককে আটক করে গণধোলাই দেন স্থানীয় লোকজন ও ওই নারীর স্বজনরা। এ সময় চালক পালিয়ে যায়।