শাহনূর ওয়াদুদ সাগর ( তালুকদার ), সুনামগঞ্জ প্রতিনিধিঃ
শ্রমিক-মালিক এক হয়ে, গোড়বো এদেশ নতুন করে” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১লা মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদ্ যাপন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের অয়োজনে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু ।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার ছানা, অসি তদন্ত শামসুদ্দিন, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মাস্টার কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ডা.হারিছ মিয়া।
এ ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।