মোল্লাহাট (বাগেরহাট), প্রতিনিধি :
বাগেরহাটের উপজেলার ৫ নং গাওলা ইউনিয়নের চাঁদের হাট এলাকায় শিয়ালবাড়ি খালের পাশে রাস্তার ইট খুলে বিক্রি করেছেন চাঁদের হাট এলাকার ২ মেম্বার। এতে রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
স্থানীয় তারা চাঁদ বিশ্বাস জানান,” গাওলা ইউনিয়নের ৮ নং ও ৯ নং ওয়ার্ডের মেম্বারদের নিকট থেকে ৩০০ ইট ক্রয় করেন ২৪০০ টাকায়। এরকম অনেকের কাছে ইটগুলো বিক্রি করেছেন। আমরা জানি,সরকারি রাস্তার এই ইটগুলো সরকারি ইট।
চাঁদের হাট গ্রামের ইকবাল ইকবাল হোসেন বলেন, ৮ নং ওয়ার্ডের মেম্বার ভবেশ মন্ডল, পিতা উপেন মন্ডল ও ৯ নং ওয়ার্ডে মেম্বার কিশোর রায়, পিতা ধীরেন্দ্রনাথ রায় দুজনই ওই রাস্তার কাজ নিয়েছিলেন। উপজেলা পিআইবি অপিসারকে জানান স্থানীয়রা। উপজেলা পিআইবি অফিসার ঘটনাস্থলে এসে তদন্ত করেছেন। আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান। এলাকাবাসীর দাবি সুস্থ তদন্ত করে দোষীদের সাজা দিতে এবং রাস্তার কাজ অতি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য দাবি জানান। সত্যতা জানার জন্য ওই দুই মেম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা মোল্লাহাটে সরকারী রাস্তার ইট তুলে বিক্রির অভিযোগ দুই মেম্বারের বিরুদ্ধে।
রায়হান শেখ,
মোল্লাহাট (বাগেরহাট), প্রতিনিধি :
বাগেরহাটের উপজেলার ৫ নং গাওলা ইউনিয়নের চাঁদের হাট এলাকায় শিয়ালবাড়ি খালের পাশে রাস্তার ইট খুলে বিক্রি করেছেন চাঁদের হাট এলাকার ২ মেম্বার। এতে রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। স্থানীয় তারা চাঁদ বিশ্বাস জানান,” গাওলা ইউনিয়নের ৮ নং ও ৯ নং ওয়ার্ডের মেম্বারদের নিকট থেকে ৩০০ ইট ক্রয় করেন ২৪০০ টাকায়। এরকম অনেকের কাছে ইটগুলো বিক্রি করেছেন। আমরা জানি,সরকারি রাস্তার এই ইটগুলো সরকারি ইট। চাঁদের হাট গ্রামের ইকবাল ইকবাল হোসেন বলেন, ৮ নং ওয়ার্ডের মেম্বার ভবেশ মন্ডল, পিতা উপেন মন্ডল ও ৯ নং ওয়ার্ডে মেম্বার কিশোর রায়, পিতা ধীরেন্দ্রনাথ রায় দুজনই ওই রাস্তার কাজ নিয়েছিলেন। উপজেলা পিআইবি অপিসারকে জানান স্থানীয়রা। উপজেলা পিআইবি অফিসার ঘটনাস্থলে এসে তদন্ত করেছেন। আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান।”
এলাকাবাসীর দাবি সুস্থ তদন্ত করে দোষীদের সাজা দিতে এবং রাস্তার কাজ অতি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য দাবি জানান।
সত্যতা জানার জন্য ওই দুই মেম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। যোগাযোগ সম্ভব হয়নি।