আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
গতকাল ৭ জুলাই, সোমবার চট্টগ্রাম নগরীর মতিয়ারপোল মহল্লা কমিটি আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট এ মোট ৮টি দল অংশগ্রহণ করছে। মোঃ আমজাদ আলী রিয়াদ ও মোঃ আরমান আলীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিয়ারপোল মহল্লা কমিটির প্রধান সর্দ্দার মোঃ আকবর খান, হাজী মোহসীন আলী, হাজী নওশাদ আলী, হাজী আবদুর রহিম, রাশেদ মোর্শেদ, মোঃ মফজল আলী, এস এম ইকবাল, মোঃ ইউসুফ টুটুল, রমজান আলী মিন্টু, ইয়াছিন আলী, মোঃ আকবর আলী সর্দ্দারসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আলী আরমান, আতিক উর রহমান তৌসক, মোঃ শরীফ,মোঃ ইফতু, মোঃ আসিফ, মোঃ বিজয় এবং টুর্নামেন্ট এ অংশগ্রহণকারী দলের টীম ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বর্তমান অপসংস্কৃতির যুগে কিশোর ও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।