আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ শুক্রবার, ১৮ জুলাই চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই – আগস্টের শহীদদের স্মরণে কালো ব্যাচ ধারন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজকের এই মৌন মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কাজী বেলালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিমুদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, নগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মুবিনসহ চট্টগ্রাম মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা। মৌন মিছিলটি বিএনপির মহানগর কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিউমার্কেট মোড়ে এসে সমাপ্ত হয়।