1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার ব্যাপক প্রসার,গ্রেফতার এড়াতে নতুন কৌশল।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

আশরাফুল ইসলাম ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি।


স্টার সেভেন্টি ফাইভসহ বিভিন্ন অনলাইন জুয়ার সাইটে আসক্ত হয়ে পড়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ তরুণ সমাজের একটি বড় অংশ। জুয়ার ‘ভার্চুয়াল বিষ’ ছড়িয়ে পড়ছে শ্রমজীবী মানুষের মাঝেও। সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়েছে অনেকেই। জুয়ার নেশা অশান্তি-কলহের পাশাপাশি অনেক পরিবারকে বিপন্ন করে তুলছে। তবে অনলাইন জুয়া নিষিদ্ধ হলেও এনিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আশানুরূপ নয়। ফলে ঝুটঝামেলা ছাড়াই তরুণরা বাড়ি, রাস্তাঘাট, ব্যবসাপ্রতিষ্ঠানে বসেই জুয়া চালিয়ে যাচ্ছে।

জানা যায়, মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলা জুড়ে অনলাইন জুয়া ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ এতে আসক্ত হচ্ছে। ঈশ্বরগঞ্জ পৌর শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে এই জুয়া বিস্তার লাভ করেছে। সহজে প্রচুর টাকা উপার্জনের লোভে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ এই জুয়ায় জড়িয়ে পড়ছে। তরুণদের অনেকেই কৌতুহলবশত এই খেলা শুরুর পর নেশায় পড়ে যাচ্ছেন। প্রথমে লাভবান হয়ে পরবর্তী সময়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, স্টার সেভেন্টি ফাইভ নামে একটি জুয়ার সাইট ঈশ্বরগঞ্জে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রায় ১৫ হাজার মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। এসব মানুষেরা স্টার সেভেন্টি ফাইভসহ বিভিন্ন অনলাইন জুয়ার সাইটে নিয়মিত জুয়া খেলে। আর এসব নিয়ন্ত্রণ করা হয় দুবাই থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনলাইন জুয়ায় সর্বস্বান্ত একজন বলেন, ঈশ্বরগঞ্জের এক ক্যাসিনো সম্রাট দুবাই বসে এসব নিয়ন্ত্রণ করছেন। তিনি তার লোকদের গ্রেপ্তার ঠেকাতে স্টার সেভেন্টি ফাইভ’ নামে একটি নতুন সাইট বানিয়েছেন। যা চালাতে কোন লোক লাগে না, অটোমেটিক নিয়ন্ত্রণ হয়। জুয়ার ‘ভার্চুয়াল বিষ’ ঈশ্বরগঞ্জে ওই ক্যাসিনো সম্রাটেই ছড়িয়েছেন। সেই ক্যাসিনো সম্রাট কে জানতে চাইলে তিনি বলেন, আমার ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এই মুহুর্তে আমি তার নাম বলতে পারবো না। তবে সেই ক্যাসিনো সম্রাটকে নিয়ে শুধু ঈশ্বরগঞ্জ উপজেলা নয় বৃহত্তর ময়মনসিংহ জেলা জুড়ে তাকে নিয়ে চলছে পুরোদমে আলোচনা-সমালোচনা। তাই বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি দেওয়ার জন্য জোর দাবি ঈশ্বরগঞ্জ উপজেলার সকল স্তরের মানুষের। তারা বলেন এই মুহূর্তে যদি আইনশৃংখলা বাহিনী এমন ক্যাসিনো সম্রাটের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ঈশ্বরগঞ্জ নয় পুরো ময়মনসিংহ জেলার কিশোর ও যুব সমাজ ধ্বংস করে দিবে। তাই তারা ক্যাসিনো সম্রাটকে আইনের আওতায় এনে স্কুল কলেজের শিক্ষার্থী এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচার জোর দাবি জানান।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, আমি যোগদানের পর এবিষয়ে বেশ কিছু মামলা হয়েছে। অনেক জুয়াড়িকে গ্রেপ্তার করে জেলহাজতেও পাঠানো হয়েছে। অপরাধী যতই চালাক আর নতুন কৌশল অবলম্বন করুক না কেন অনলাইনে জুয়া বন্ধে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট