1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বালিজুড়ী স্কুলে নিয়ম না মেনে প্রধান শিক্ষক নিয়োগের চেষ্টা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ :


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বালিজুড়ী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও বিধিবহির্ভূত পাঁয়তারার অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের বিদ্যমান অ্যাডহক কমিটির সভাপতি নিয়ম ভেঙে বাইরের একজন প্রার্থীকে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগ দিতে রেজুলেশন করেছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নিয়মানুযায়ী, অ্যাডহক কমিটি চুক্তিভিত্তিক বা স্থায়ী কোনো ধরনের শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়ার আইনগত ক্ষমতা রাখে না।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও বিষয়টি স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। তবুও ক্ষমতার অপব্যবহার করে একতরফাভাবে প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অভিভাবক জানান, বর্তমান কমিটি গঠনের পর থেকেই তারা বিভিন্ন বিষয়ে একক সিদ্ধান্ত নিচ্ছেন। এই চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগের রেজুলেশনটি তারা গোপনে করেছেন এবং অনেক সদস্য তা জানেনই না।

স্থানীয় সচেতন মহল বলছেন, এ ধরণের বেআইনি নিয়োগ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করবে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি দ্রুত তদন্ত করে অবৈধ পাঁয়তারা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ দিন ধরে প্রধান শিক্ষক শুন্য থাকায় স্কুলের পড়াশোনার মান একেবারেই কমে গেছে।

অভিভাবক পারভেজ মোশাররফ বলেন, আমরাও চাই স্কুলে ভালো একজন প্রধান শিক্ষক নিয়োগ হোক। তবে সরকারি যে নিয়ম আছে সে নিয়ম অনুসরণ করে তা হোক।

এ বিষয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন,দীর্ঘদিন প্রধান শিক্ষক শুন্য থাকায় শিক্ষাব্যাবস্থা ব্যাহত হচ্ছে যার কারনে এডহক কমিটি চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়।

এডহক কমিটি চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগ করতে পারবে কিনা জানতে চাইলে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “অ্যাডহক কমিটির কোনো ধরনের চুক্তিভিত্তিক নিয়োগের অনুমোদন নেই। অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট