মনিরুল হক রাফি কক্সবাজার জেলা উখিয়া উপজেলার (প্রতিনিধি)
কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে রামুর রশিদনগর রেলক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অটোরিকশার চালক শাহাব উদ্দিন, নারী যাত্রী মর্জিনা এবং তার শিশু সন্তান রয়েছেন। নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘রশিদনগর এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে অনেক দূর নিয়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা ঘটনাস্থলেই নিহত হন।’’
রশিদনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য বদি আলম জানান, ‘‘নিরাপত্তা ব্যবস্থা না থাকা ওই রেলক্রসিংয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করেন স্থানীয়রা। অটোরিকশাটি রেললাইনে ওঠার পরপরই ট্রেন এসে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের ছিন্নভিন্ন দেহ চারদিকে ছিটকে পড়ে।’’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংগুলোতে গেটম্যান ও ব্যারিকেড না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।