আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ ৫ আগষ্ট সকাল ১১ টায় চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশরাফুল আলম শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গঠনের জন্য পড়াশোনায় মনোযোগী হওয়ার আহবান জানান। আলোচনা সভা শেষে শহীদদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।