এস ডব্লিউ সাগর (তালুকদার) দোয়ারাবাজার সুনামগঞ্জ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজারা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে এবং দলের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই-আগস্ট আন্দোলন সফল হয়েছে।’
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘যে সকল শহীদরা বাংলাদেশের গনতন্ত্র রক্ষার্থে, ভোটের অধিকার এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি।’
বুধবার (৬ আগস্ট) বিকেল ৪ টায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান বলেন, ‘গত ১৬ বছর থেকে জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী নিহত হয়েছেন। এ সকল শহীদের রক্ত বৃথা যেতে দিবনা। বাংলাদেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ও ভোটাধিকার নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে।’
মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে গিয়ে সভায় রূপ নেয়।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী মাষ্টার, বর্তমান আহ্বায়ক কমিটি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সদস্য খোরশেদ আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এইচএম কামাল, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, নুর আলী ইমরান, যুবদলের সদস্য সচিব জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, দোয়ারাবাজার উপজেলা যুবদল নেতা এস ডব্লিউ সাগর তালুকদার, যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আল মাসুম, তানবির আহমদ, বেলায়েত হোসেন,আজিজুল হক সুমন,কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিনুর রহমান রিয়াদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসিমুল হুদা খুররমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।