আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ বৃহস্পতিবার, ৭ আগষ্ট চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারবর্গকে এক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জননেতা নাজিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে ছাত্র – জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা তুলে দেন জনাব নাজিমুর রহমান। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দীন, শফিকুর রহমান স্বপন,হারুনজামান,শাহ আলম,শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মুবিন, ইয়াসিন চৌধুরী লিটন,সদস্য কামরুল ইসলাম, জাফর আহমেদ, এম এ সবুর,আবু মুসাসহ চট্টগ্রাম মহানগরীর থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা -কর্মী।