এস ডব্লিউ সাগর ( তালুকদার )দোয়ারাবাজার সুনামগঞ্জ
দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে পাথর দিয়ে থেতলে দেওয়ার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে সংবাদ সম্মেলন করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব।
শনিবার (৯ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে উপজেলার বিভিন্ন পত্র-পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সংবাদ পাঠ করেন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি কামাল উদ্দিন।
এসময় উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি এম এ মোতালিব ভূইয়া, সদস্য দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো.মামুন মুন্সি, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি শাহনুর ওয়াদুদ সাগর, দৈনিক বিজয়ের কন্ঠ’র প্রতিনিধি ইসমাঈল হোসাইন, সিলেট ভয়েস এর প্রতিনিধি আক্তার হোসেন সুমন, দৈনিক সংগ্রাম প্রতিদিনের মাসুদ রানা সোহাগ, সকালের শিরোনাম’র শাহ আলম উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলায় জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সকল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।