মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
১৮ আগস্ট সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়।সভায় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে তাকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। জুলাই ২০২৫ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক উদ্ধার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মাননা প্রদান করা হয়।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি, অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীরসহ আরো বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।