
কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচারস অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) কক্সবাজার জেলা কমিটি গঠনকল্পে এক বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় কক্সবাজারে এ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন হেলালী, মোহাম্মদ জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম মহাসচিব রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস.এম. কামরুজ্জামান ও মো. মোস্তাফিজুর রহমান, প্রযুক্তি সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, আইন সম্পাদক দিদারুল আলম চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিউল্লাহ সিকদার।
সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক নুরুল হাকিম এবং সঞ্চালনা করেন কক্সবাজার হাশেমীয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক মোজাম্মেল হক।
বক্তারা তাদের বক্তব্যে মাদ্রাসার সাধারণ শিক্ষকদের বিদ্যমান বৈষম্য নিরসন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং সংগঠনের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথি মোহাম্মদ শান্ত ইসলাম বলেন, “মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষকরা নানা ধরনের বৈষম্যের শিকার। এই বৈষম্য দূরীকরণে এবং শিক্ষকদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে আমাদেরকে সংগঠিত ও আন্দোলনমুখী হতে হবে।”
তিনি আরও বলেন, বিএমজিটিএ সম্পূর্ণ গণতান্ত্রিক কাঠামোতে পরিচালিত হয় এবং সব সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষকদের মতামতের ভিত্তিতে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে আগামী তিন বছরের জন্য কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মহেশখালী উপজেলার মজিদিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক অধ্যাপক নুরুল হাকিমকে সভাপতি এবং কক্সবাজার হাশেমীয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক অধ্যাপক মোজাম্মেল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার সেলিম উদ্দিন।
সিনিয়র সহ-সভাপতি পদে রফিকুল হায়দার এবং সহ-সভাপতি পদে মিকু বড়ুয়া, জুবায়ের আহমদ ও আজিজুর রহমান নির্বাচিত হন।
ঘোষণা অনুযায়ী ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শেষ হয় এবং তিনি নবনির্বাচিত কমিটি ও উপস্থিত সকল শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।