
মনিরুল হক রাফি (কক্সবাজার উখিয়া প্রতিনিধি)
উখিয়ার আর্মি ক্যাম্পের যৌথ বাহিনীর চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সংবেদনশীল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা একটি সিএনজি তল্লাশির নির্দেশ দিলে সিএনজি চালক ও তার সহযোগী পালানোর চেষ্টা করেন। দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সেনারা তাদের আটক করতে সক্ষম হন।
পরবর্তী তল্লাশিকালে সিএনজির পেছনে বিশেষভাবে লুকানো অবস্থায় মোহাম্মদ হেলাল উদ্দিন ও জলু মিয়া নামের দুই যুবকের কাছ থেকে মোট ৯৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট তাদের হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। অভিযানকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। উক্ত অভিযান স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সম্পন্ন হয়েছিল এবং এটি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত তৎপরতার অংশ বলে বিবেচিত হচ্ছে।