
বিতরণ আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
গতকাল শুক্রবার, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরীর মতিয়ারপোল এ ইমাম শেরে বাংলা ( রহ:) ছুন্নী পাঠাগারের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে গরীব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়ারপোল এয়ারআলী জামে মসজিদের সন্মানিত খতীব মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী সাহেব। মোস্তাফিজুর রহমান সজীব, আমজাদ আলী রিয়াদ ও আরমান আলীর সঞ্চানলায় অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ জহিরুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইকবাল হোসেন কাদরী, ডাঃ সোলাইমান, ইউসুফ টুটুল, আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব আবছার আহমদ শিবলু, জিয়াউর রহমান, রফিকুল আলম, হাজী আবদুর রহিম, জাবেদ, ফরিদুদ্দিন, ইমন, রবিন,লিটন, ফরহাদ, তামিম,আশরাফ আলী সাগর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ফ্রি চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে অতিথিরা ইমাম শেরে বাংলা পাঠাগারের এই সামাজিক মানবিক সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে সুন্দর বাংলাদেশ গঠনে পাঠাগারের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাব্যক্ত করেন।