
মনিরুল হক রাফি (কক্সবাজার উখিয়া প্রতিনিধি)
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫–এর দ্বিতীয় রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিল পালং আদর্শ উচ্চ বিদ্যালয়। শনিবার উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ১২টায় অনুষ্ঠিত খেলায় পালং আদর্শ ১-০ গোলে হারিয়েছে গত বছর ট্রাইব্রেকারে তাদের বিদায় করে দেওয়া মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়কে। এই জয়ে গতবারের ক্ষত মুছে মাঠে ফের প্রতিশোধের মধুর স্বাদ পেয়েছে তারা।
খেলার একমাত্র গোলটি আসে প্রতিভাবান ফরোয়ার্ড সাহাবির পা থেকে। গোলটি এসিস্ট করেন তামিম, যিনি পুরো ম্যাচ জুড়ে দাপট দেখান। এই জুটি শুধু ম্যাচের মোড় ঘুরিয়েই দেয়নি, বরং সমর্থকদের উল্লাসে মাতিয়ে তোলে।
মাঠে ছিলেন পালং স্কুলের শক্তির প্রতীক—BKFC প্লেয়ার সাইদুর রহমান রিপাত ও নাঈম মাহমুদ। তাদের সঙ্গে দাপট দেখান সাম্প্রতিক টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলার আবদুল করিম, তামিম, হাসান জুবাইর ও সাহাবি। গোলবার রক্ষায় রক্ষণশীল খেলোয়াড় মো. সাহেদ আলম ছিলেন অটল প্রাচীরের মতো।
দলের কৌশলী পরিচালনায় ছিলেন অভিজ্ঞ শিক্ষক ও কোচ আবুল শামা খোকন। তার নিখুঁত পরিকল্পনা ও খেলোয়াড়দের মনোবলই জয়কে নিশ্চিত করেছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।
গত বছরের সেমিফাইনালে ট্রাইব্রেকারে মরিচ্যা পালংয়ের কাছে হেরে তিক্ত অভিজ্ঞতা নিয়েছিল পালং আদর্শ। সেই পরাজয়ের প্রতিশোধ ২০২৫ সালের এই আসরে জয় দিয়ে পূর্ণ করেছে তারা। খেলাপ্রেমীদের চোখে এটি কেবল জয় নয়, বরং গত বছরের শোক মুছে ফেলার ইতিহাস।