চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের দাবিতে চকরিয়া পৌরশহরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ( ২৭/০৯/২৫ ইং ) তারিখে সকাল ১০টায় পৌরশহরের চট্টগ্রাম
-কক্সবাজার মহাসড়কের প্রধান সড়কে সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি ঘটছে। এই মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত না করলে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চকরিয়া আবাসিক মহিলা কলেজ ও সিটি কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দীন ফরায়েজী। তিনি বলেন,
“চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এই অঞ্চলের ২২ লাখ মানুষের প্রাণের দাবি। পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এ মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা সময়ের দাবি। সরকারকে এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
বক্তারা আরও বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। সড়কটি সরু হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এ মহাসড়ককে দ্রুত ছয় লেনে রূপান্তরিত করা না হলে প্রাণহানি রোধ সম্ভব হবে না।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় রয়েছে। এলাকাবাসীর মতে, এ সড়ক ছয় লেনে উন্নীত হলে পর্যটনশিল্পসহ দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে।