অনুষ্ঠিত হবে আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আগামী শুক্রবার, ১০ অক্টোবর লায়ন্স ক্লাব অব চিটাগং রোজ ব্যালীর আয়োজনে এবং ইমাম শেরে বাংলা (রাঃ) ছুন্নী পাঠাগারের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর কদমতলীস্থ রাহাত সেন্টারে সকাল ৯ টা গরীর রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা, বিনামূল্যে চোখের ছানির অপারেশন ও শিশুদের খতনা ক্যাম্প অনুষ্ঠিত হবে। আয়োজকরা নগরীর গরীব ও অসহায় রোগীদের অতিসত্বর ব্যানারে উল্লেখিত ফোন নাম্বারে যোগাযোগ করে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা নিতে ও গরীর অভিভাবকদের সন্তানদের খতনা করার সেবা নিতে অনুরোধ জানান। আয়োজকরা এই মহতী কাজের জন্য সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান।