মোঃ আব্দুস সালাম, মৌলভীবাজার।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেনের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ।
শনিবার (১১ অক্টোবর) সকালে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একটি পক্ষ ভিন্ন উদ্দেশ্যে জেলা প্রশাসকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, অপসাংবাদিকতার মাধ্যমে একটি সৎ ও পরিশ্রমী প্রশাসককে হেয় করার যে চেষ্টা চলছে, তা জনগণ মেনে নেবে না। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজের সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ ।এসময় বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশ মৌলভীবাজারের সভাপতি ডক্টর আবু তাহের, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বকসী জোবায়ের আহমদ, খেলাফত মজলিসের আন্তর্জাতিক সম্পাদক মাওলানা আহমদ বেলাল, বিএনপি নেতা মতিন বকস, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখা সহ সভাপতি, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ সহ আর বক্তব্য রাখেন এডভোকেট ফয়সল আহমদ এবং জুলাই যোদ্ধা কাজী মনজুর ও সাহাব উদ্দিন বাবলু। বক্তারা দ্রুত মিথ্যা সংবাদের প্রত্যাহার ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সচেতন নাগরিক সমাজের সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ মম বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়েছি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেন একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান প্রশাসক। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের অপসাংবাদিকতা ও চরিত্রহননের রাজনীতি বন্ধ করতে হবে। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালানো শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার শামিল। আমরা সাংবাদিকতার স্বাধীনতাকে শ্রদ্ধা করি, কিন্তু সেই স্বাধীনতার নামে যদি অসত্য মৌলভীবাজারের মানুষ সত্যের পাশে আছে, ন্যায়ের পাশে আছে।