1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

তাহিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ :


সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায়ের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্র-ছাত্রী,অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকবৃন্দ।

বিদ্যালয়ের একাধিক অভিভাবক সদস্য অভিযোগ করেন, প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হামিদুর রহমান বলেন, ২০১৯ সাল থেকে বিভিন্ন ফান্ডের অর্থ প্রধান শিক্ষক আত্মসাৎ করে আসছেন। আমাদের বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা থেকে তিনি নিয়মিত অর্থ আত্মসাৎ করেছেন।

অভিভাবক প্রতিনিধি আশরাফ আলী বলেন, প্রধান শিক্ষক নিয়মিত শ্রেণিকক্ষে আসেন না। বিগত দিনে তিনি রাজনৈতিক পক্ষপাতিত্ব করে শিক্ষকদের উপর প্রভাব বিস্তার করেছেন এবং নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করেছেন।

এলাকার বিশিষ্ট মুরব্বি ইয়াসীন আলী বলেন,বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে। প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনিয়মিত, উন্নয়ন তহবিলের অর্থ ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সহকারী শিক্ষক মুফাযযল হোসেন বলেন,গত ৯ বছরের আয়-ব্যয়ের কোনো হিসাব তিনি প্রকাশ করেননি। আমাদের সম্মানী, উৎসব ভাতা, এমনকি ছাত্র-ছাত্রীদের ফান্ডের টাকাও তিনি আত্মসাৎ করেছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায় বলেন,আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু শিক্ষক ও অভিভাবক প্রতিহিংসাবশত এসব অভিযোগ করছেন।

জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,ঘটনাটি সম্পর্কে মৌখিকভাবে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট