মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
(১৯ অক্টোবর ২০২৫ ইং রোজ রবিবার)
শ্রী শ্রী শ্যামা কালী পূজা উপলক্ষে চা শ্রমিকদের সেবক সংগঠনের পক্ষে থেকে মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন ভুড়ভুড়িয়া চা বাগানের একজন অসহায় চা শ্রমিক প্যারালাইসিস রোগীকে কিছু খাদ্য সহায়তা দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন
চা শ্রমিকদের সেবক সংগঠনের উপদেষ্টা: সন্তোষ লোহার, সাধারণ সম্পাদক, শান্ত মৃর্ধা দিপক, ভুড়ভুড়িয়া চা বাগানের বাগান সভাপতি সুধীর রিকিয়াশন, এলাকা বাসী জানান উনি দীর্ঘদিন অসুস্থ চা শ্রমিকের সেবক সংগঠন উদ্যোগ সাধুবাদ জানাই আমরা