উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ সূত্রধর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও.) প্লাবন পাল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে
স্বাগত বক্তব্য রাখেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার বেগম, নিসচা সহসভাপতি বকুল আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, পৃষ্ঠপোষক দুরুদ মোহাম্মদ ও শিক্ষক এ কে আব্দুস সালাম।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি সাবেক উপজেলা সভাপতি গোলাম কিবরিয়া শফি,বিএনপি উপজেলা যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌর বিএনপি আহ্বায়ক সোয়েব আহমদ, বিএনপি যুগ্ম আহ্বায়ক সরওয়ার শোকরানা নান্না, সাবেক কমিশনার সৈয়দ জামাল হোসেন, নিসচা পৃষ্ঠপোষক আবু বক্কর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ সূরা সদস্য ও পৌর সভাপতি এবাদুর রহমান, মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক সাহিদ আহমদ, কমলগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়ন উপজেলা সভাপতি লাল আহমদ, আদমপুর সভাপতি রিয়াজ মিয়া, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সমন্বয়কবৃন্দ, নিসচা সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে আইন মেনে চলতে হবে। চালক ও পথচারী উভয়ের সচেতনতা বাড়লেই দুর্ঘটনা কমানো সম্ভব। মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি বজায় রাখলে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে।
উল্লেখ্য, এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ এর প্রতিপাদ্য বিষয় ছিল—
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি।”