ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
দিবসটি উপলক্ষে নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে শ্রীমঙ্গল চৌমুহনায় গাড়িচালক, যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট, পোস্টার ও স্টিকার বিতরণ করা হয়। এর মাধ্যমে সড়কে নিরাপদ চলাচল ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সবাইকে সচেতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট ঝন্টু বৈদ্য, নিসচার শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম রহমান মামুন, সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মান্না, মো. মালেক হোসেন, নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. দুলা মিয়া, কার্যকরী সদস্য মো. আবুল কাশেম, মো. রবি উদ্দিন, মো. আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং সতর্কভাবে সড়কে চলাচল করতে হবে। নিরাপদ সড়ক গড়ে তুলতে সচেতন নাগরিক ভূমিকা রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।