জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ কতৃক প্রতিষ্ঠিত উপজেলা দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনির। তিনি বলেন, জাতীয় পার্টির অংশগ্রহণ ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। জাতীয় পার্টিই দেশের জনগণের স্বার্থের রক্ষাকবচ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজির হোসেন, হাবিলদার মোর্শেদ, জহিরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির নেতা হাবিবুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম মাস্টার, জাতীয় যুবসংঘ সুনামগঞ্জ জেলা আহ্বায়ক জসীম উদ্দিন, জেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, জেলা মহিলা পার্টির নেত্রী মমতাজ বেগম প্রমুখ।
বক্তারা হুসেইন মুহাম্মদ এরশাদের অবদান স্মরণ করে বলেন, উপজেলা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তিনি দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন।
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সভায় উপজেলা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়ন ও জনসেবায় জাতীয় পার্টির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।