আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি )
আজ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর সকাল ১১ টায় চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন ছাত্র – ছাত্রীদের উদ্দেশ্য বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর সুন্দর বাংলাদেশ বির্নিমানে সৎ ও সুনাগরিক হওয়ার আহবান জানান। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটি অনুধাবন করে আগামীতে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এস এম জামাল উদ্দিন জসীমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জনাব কাজী এ বি এম মুহিবুল্লাহ স্যারের সঞ্চানলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মোঃ জাহেদ হোসেন, জিয়াউর রহমান জিয়া, কামরুন নাহার লিজাসহ বিদ্যালয়ের উপ – কমিটির সদস্য নুর উদ্দিন সোহেল, আবদুস সবুর আকবর, হাজী আবদুর রহিম, শেখ ইয়াছিন ইসলাম নওশেদ, খলিলুর রহমান বাপ্পি, মোঃ রিকু এবং বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক – শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র- ছাত্রীরা।