1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের কামড়ে তিন শিশু আহত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ ঘণ্টার ব্যবধানে বেওয়ারিশ কুকুরের কামড়ে তিন শিশু আহত হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় আফসানা নামে এক শিশুকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অদ্য-বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি ও পূর্ব আশিদ্রোন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলেন পুর্ব আশিদ্রোন গ্রামের জারু মিয়ার মেয়ে আফসানা, জামসি গ্রামের রফিক মিয়ার ছেলে রিফাত এবং ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের আব্দুল কাদির জিলানির ছেলে সোহান। তারা তিনজনই শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

আফসানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানান, দুপুরে তিন শিশু কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে লাল রঙের একটি বেওয়ারিশ কুকুর প্রথমে আশিদ্রোন এলাকায় এক শিশুর পিঠ, ঘাড় ও মাথায় কামড় দেয়। পরে স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া করলে এটি জামসি গ্রামে গিয়ে তিন বছরের রিফাতকে কামড়ায়। এক ঘণ্টা পর ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের সোহানও কুকুরটির কামড়ে আহত হয়।

আশিদ্রোন ইউনিয়নের মোজাহিদুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নে আধা ঘন্টার ব্যবধানে দুই শিশুকে কুকুর কামড় দিয়েছে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন আহতের আত্মীয়রা। এমন ঘটনা আমাদের উপজেলায় প্রায়ই ঘটছে। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখছি না।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা রয়েছে। বেওয়ারিশ কুকুর থেকে দূরে থাকতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশুদের দিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু আহত হওয়ার খবর পেয়েছি। মানুষের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পৌরসভা এবং প্রাণীসম্পদ অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট