
এস ডব্লিউ সাগর তালুকদার সুনামগঞ্জপ্রতিনিধি :
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ,ফসলি জমি নষ্ট প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, নারী ও শিশু নির্যাতন রোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণকেও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।