
এস ডব্লিউ সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা যুবদলের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় দোয়ারাবাজার উপজেলাধীন ৯ টি ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলা ভবনের সমনে জড়ো হয়ে
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা অতিক্রম করে বাজারের ভিতরে গিয়ে সমাবেশে মিলিত হয়৷
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহব্বায়ক মাধব রায়। প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহব্বায়ক মোঃ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে তারুণ্যের অহংকার রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে৷ আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে এই দেশের আপামর জনগণ ভোট দেবে৷ আজ সারা দেশে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে । জনগণ আর ফ্যাসিবাদী ও ধর্ম বিক্রির রাজনীতি এদেশে মেনে নেবে না।