1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আন্দোলনের মুখে বিশ্বনাথের স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ


সিলেটের বিশ্বনাথে সচেতন মহলের আন্দোলনের মুখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেনকে ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন (নিয়মিত) হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি, তাঁকে সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির লেকচারার পদে সংযুক্ত করা হয়েছে। সংযুক্তিকালিন সময়ে তিনি মূল কর্মস্থল থেকেই বেতন-ভাতা প্রাপ্য হবেন।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। যা তাদের সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
একই আদেশে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (হোমিওপ্যাথিক) মো. আনিসুল হোসেনকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার আটপাড়া গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক শাহাদাত হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিসহ নানা অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, সভা-সমাবেশ ও উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি প্রদানসহ নানা আন্দোলন চালিয়ে আসছিলেন উপজেলার সচেতন মহল।
স্থানীয়দের মতে, প্রজ্ঞাপনে আদেশটিকে ‘বদলি’ বলা হলেও এটি কার্যতঃ ‘ডিমোশন’ বা পদাবনতি। কারণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনের পর তাঁকে ইউনিয়ন পর্যায়ের একটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে প্রশাসনিক কোনো ক্ষমতা নেই।
বদলির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমি বদলির আদেশ পেয়েছি। তবে, আমাকে কেন বদলি করা হয়েছে, সেটি স্বাস্থ্য অধিদপ্তর ভালো জানে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট