ইমরান বিন সুলতান (স্টাফ রিপোর্টার) ময়মনসিংহের ঐতিহ্যবাহী বড় বাজার জামিয়া ফয়জুর রহমান (রহ.) বড় মসজিদে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন এবার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি মানুষের উপস্থিতি এই মাহফিলকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে।
মাহফিল কমিটির সদস্যরা জানান, এত বিপুল সংখ্যক মানুষের আগমন তারা আশা করেননি। ফলে, পুরো আয়োজনে নিয়ন্ত্রণ রাখতে কমিটির হিমশিম খেতে হয়েছে। তবে উপস্থিত মুসল্লিদের আগ্রহ ও উৎসাহ মাহফিলের গুরুত্ব এবং জনপ্রিয়তাকে স্পষ্টভাবে তুলে ধরেছে।
মাহফিলে কুরআন ও সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা, ইসলামি সংগীত, এবং বিশ্বখ্যাত আলেমদের বয়ান উপস্থিত মানুষকে মুগ্ধ করে। বিশাল জমায়েতের কারণে আশপাশের রাস্তাগুলোও কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাহফিল শেষে উপস্থিত মানুষদের সার্বিক নিরাপত্তা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় কমিটির আন্তরিক প্রচেষ্টা প্রশংসিত হয়েছে।
মাহফিলটি ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মানুষের গভীর ভালোবাসার প্রতিফলন হিসেবে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে।