এম এ বাতেন (জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। ২৯ বস্তা টাকা পাওয়া গেছে । টাকার পরিমান ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩ শ ৪ টাকা পাওয়া যায়।
ছাড়া স্বর্ণ-রুপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে দানবাক্স খেলার সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মো: হাছান চৌধুরী
কিশোরগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনী সার্জেন্ট বিপ্লব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমত, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, সিবিএ আনোয়ার পারভেজ প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন সেনা সদস্য, ১৭ জন পুলিশ সদস্য, ৯ জন আনসার সদস্য, মাদরাসার ২৮২ জন শিক্ষার্থী, ৩৬ জন শিক্ষক ও স্টাফ, রূপালী ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গত ১৭ আগষ্ট মসজিদের দান বাক্স খুলে গণনা করে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া যায়। এছাড়াও স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়ে ছিলো । জনমনে সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে, পাগলা মসজিদে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। তাই দূর-দূরান্তের মানুষও এখানে মানত করতে আসেন।
মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানায় দানের টাকায় মসজিদের নিয়মিত খরচ চলে। বাকি টাকা ব্যাংকে জমানো হচ্ছে। এ টাকা দিয়ে মসজিদের বড় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মসজিদ ঘিরে এখানে ছয় তলাবিশিষ্ট একটি ইসলামি কমপ্লেক্স নির্মিত হবে। যেখানে একসঙ্গে ৫০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবে।