“এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল। তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে” স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে কুয়াকাটা পৌর শহর। রবিবার সন্ধ্যায় এই আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করেন।
মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে রাখাইন মহিলা মার্কেট মাঠে গিয়ে শেষ হয়।
কুয়াকাটা পৌর বিএনপির নেতৃত্বে আনন্দ মিছিলে আরো অংশগ্রহণ করেন পৌর যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলাউদ্দিন ঘড়ামী , পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, শহিদুল ইসলাম শাহীন, যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, সিনিয়র যুগ্ম সম্পাদক গাজী মোঃ হানিফ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদাউনুল ইসলাম রাসেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম আরজু সহ পৌর বিএনপির অঙ্গসংগঠনের কয়েক শতাধিক কর্মী সমর্থকরা।
আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলাউদ্দিন ঘড়ামী , পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল ও শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।
উল্লেখ্য যে, রবিবার (০১ডিসেম্বর) সকালে মহামান্য হাইকোর্ট’র বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ একুশে গ্রেনেড হামলায় মামলার রায় ঘোষণা করেন। মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। সেইসঙ্গে আদালতের পর্যবেক্ষণে বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করা হয়।