মামুন বিন হারুন (ময়মনসিংহ জেলা প্রতিনিধি) নেলসন ম্যান্ডেলা মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য সুমন দাস (পলক) কে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ প্রদান করা হয়
“নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ” কর্তৃক আয়োজিত বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলা মোটর,ঢাকাতে-
নেলসন ম্যান্ডেলা মৃত্যু বার্ষিকী উপলক্ষে নেলসন ম্যান্ডেলা আদর্শ কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা এবং নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার -২০২৪ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি -সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন (সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়),বিশেষ অতিথি -ডাঃরাজিউন সালমা লাবনী( সহ সাংগঠনিক সম্পাদিকা বাংলার বীর ফাউন্ডেশন), উদ্বোধক- মো: জহুরুল হক জহির ( অ্যাডভোকেট,বাংলাদেশ সুপ্রিম কোর্ট)। সভাপতিত্ব করেন- অধ্যাপক মো. গোলাম ফারুক ( সহ সভাপতি , নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ) এবং অনুষ্ঠান পরিচালনা করেন- মো: মাসুদ রানা (প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উজ্জীবিত বাংলাদেশ সমাজ)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কারে ভূষিত বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ।সর্বশেষ সভাপতি অধ্যাপক মো. গোলাম ফারুক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।