মুজিবুর রহমান (মৌলভীবাজার) কমলগঞ্জ ।।
চা বাগান এলাকায় মদের পাট্টা বন্ধ করার দৃঢ় আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি চা শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “চা বাগানে কোনো মদের পাট্টা থাকা উচিত নয়। এসব ভেঙে গুড়িয়ে দিতে হবে।”
আজ (১২ জানুয়ারি) বিকাল ৪টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে আয়োজিত চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে সারজিস আলম বলেন, “শেখ হাসিনার দৃষ্টি কেবল ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল। দেশের বাকি অংশ এবং চা শিল্প নিয়ে তার কোনো আগ্রহ নেই। এমনকি চা শিল্পেও শেখ পরিবার ভাগ বসিয়েছে।”
চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও শোষণ বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তার বক্তব্যে উপস্থিত শ্রমিকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়।