মো. জুয়েল খান (স্টাফ রিপোর্টার গাজীপুর)
সূত্র: জিএমপি সদর থানার মামলা নং-৩৩, তারিখ-২৫/০২/২০২৫ খ্রিঃ,
ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
গাজীপুর মহানগরের সদর থানাধীন ধীরাশ্রম রাহাপাড়া সাকিনস্থ কলের বাজার টু ধীরাশ্রম গামী পাকা রাস্তার পাশে
অটোরিক্সা ছিনতাইয়ের লক্ষ্যে আলোচিত অটোরিক্সা চালক হাবিবুর রহমান হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করেছে পিবিআই গাজীপুর জেলা।সূত্র :জিএমপি সদর থানার মামলা নং ৩৩,তারিখ কই দেখি -(২৫/০২/২০২৫)ধারা -৩০২/৩৪পিনাল কোড।
গ্রেফতারকৃত আসামীদের নাম : আইনের সংঘাতে জড়িত শিশু ১। রবিন মিয়া (১৫ বছর ৯ মাস), পিতা-মোঃ হযরত
আলী, মাতা-ফরিদা আক্তার, সাং-কাকুড়া, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা বর্তমানে সাং-মেঘডুবি মিরাপাড়া (মান্নান
মার্কেট) পরশ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-পূবাইল, গাজীপুর মহানগর কে গত ইং ২৬/০২/২০২৫ তারিখ দিবগত রাত
১২.১০ ঘটিকার সময় গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মেঘডুবি মিরাপাড়া (মান্নান মার্কেট) এলাকা থেকে এবং মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী ২। মিজানুর রহমান (৩১), পিতা-মৃত শুকুর আলী, মাতা-মোছাঃ জমিলা খাতুন, সাং-সোনাহার তেলীপাড়া, পোঃ-সোনাহার মল্লিকাদহ, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়,
বর্তমানে উত্তরা ১০নং সেক্টর, সিরাজ মার্কেট, রানাভোলা লাইজু বেগম এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-তুরাগ, ঢাকা কে গত ইং ২৬/০২/২০২৫ তারিখ ২২.০৫ ঘটিকার সময় ঢাকা তুরাগ থানাধীন উত্তরা ১০নং সেক্টর, সিরাজ মার্কেট, রানাভোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।