1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মোল্লাহাটে মধুমতি বিদ্যুৎ কেন্দ্রের মানবিক সহায়তা সামগ্রী বিতরণ।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট), প্রতিনিধি:


০৩ জুন, ২০২৫ইং(মঙ্গলবার)ঃ উপজেলায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অধীন মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্র।

৩ জুন (মঙ্গলবার) দুপুরে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মধুমতি বিদ্যুৎ কেন্দ্রের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের আওতায় মোল্লাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার গৃহহীন, কর্মহীন, স্বামী-পরিত্যক্তা, অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, লবণ, সয়াবিন তেল, চিনি, গুড়া দুধ, সেমাইসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এসব সহায়তা সামগ্রীর মোট মূল্য ছিল প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা।

এই উদ্যোগের মাধ্যমে ঈদ-উল-আযহার আনন্দ কিছুটা হলেও অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার), মোঃ নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী ইন্দ্রজিত কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন ও কে. এম. মহিউদ্দিন আবীর, সহকারী ব্যবস্থাপক সাইফুল ইসলাম এবং মোল্লাহাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম সহ অনেকে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাসিবুল হাসানের নির্দেশনায় সফলভাবে বাস্তবায়িত এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট