 
																
								
                                    
									
                                 
							
							 
                    
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট):
০৬/০৬/২০২৫ ইং,শুক্রবার।
সম্প্রতি মোল্লাহাট উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিতর্কিত কমিটি ঘোষিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মোল্লাহাট প্রেস ক্লাবে তাং ০৬/০৬/২৫ ইং এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ১২.৩০ মিনিট এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের অভিযোগগুলো তুলে ধরেন।বিগত আওয়ামীলীগের আমলের অনেক আওয়ামী নেতা- কর্মী বর্তমান জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) মোল্লাহাট উপজেলা কমিটিতে জায়গা করে নিয়েছে।এনসিপি নতুন দল। এ দলে কোন আওয়ামী লীগের বা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের কোন সদস্য দ্বরা এনসিপি কমিটি কমিটি গঠিত হলে এটা মেনে নেয়া সম্ভবপর নয়।বর্তমান কমিটি বিলুপ্তি করা না হলে এনসিপি দলের বর্তমান সদস্য সহ সবাই ১২/০৬/২০২৫ ইং তারিখের পর আবার সংবাদ সম্মেলন করে একযোগে সবাই পদত্যাগ করবেন ও কঠোর আন্দোলনের হুমকি দেন।যাহাতে কেন্দ্রীয় কমিটি তদন্ত করে ক্লিন ইমেজের ব্যক্তি দ্বারা এনসিপি গঠিত হয় ও বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করা জন্য এনপিপির নেতাগন তাদের লিখিত বক্তব্যে সাংবাদিকদের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে তাদের দাবি পেশ করেন। এজন্য আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান এনপিপির নেতাগন।