1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০১:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চিলা ইউনিয়নে জুলাই বিপ্লব ২০২৪ শহীদদের স্মরণে বিএনপির শোক র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫

শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা) প্রতিনিধি।


মোংলা উপজেলা চিলা ইউনিয়নে জুলাই বিপ্লব” ২০২৪ শহীদদের স্মরণে বিএনপির শোক র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর “জুলাই বিপ্লব ২০২৪”-এর শহীদদের স্মরণে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে এক শোক র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে চিলা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। মোংলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে শতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। শোক র‌্যালিটি বৌদ্ধমারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে ফিরে এসে দোয়া মাহফিল ও আলোচনা সভায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন: এই জুলাই মাস আমাদের কাছে শুধু একটি তারিখ নয়, এটি স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার এক চূড়ান্ত লড়াইয়ের প্রতীক। শহীদদের রক্তের ঋণ বিএনপি কোনোদিন ও ভুলবে না

তিনি আরও বলেন, এই আন্দোলনের সূচনালগ্ন থেকেই তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় ছিল। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মাঠে-ময়দানে দুর্বার আন্দোলন গড়ে তোলা হয়েছিল।

তিনি কঠোর সমালোচনা করে বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৭ বছরে সারাদেশে বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে ১ লাখ ৪৩ হাজার মিথ্যা মামলা দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে ৩৫টিরও বেশি মামলা আর তারেক রহমানের নামে ১৩৫টি মামলা দায়ের করা হয়েছে। ৪৭৭১ জনকে ক্রসফায়ার ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে,

এ ছাড়াও ইলিয়াস আলী সহ ১২০৪ জনকে গুম করা হয়েছে। আর ‘জুলাই বিপ্লব’-এর আন্দোলনে ৪২২ জন শহীদ হয়েছেন।”দেশের ও জনগণের মুক্তির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) এ আত্মত্যাগ শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মোংলা উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক কাজল খান।

এ সময় আরো ও উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন সুন্দরবন ইউনিয়ন সোনাইলতলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের স্থানীয় নেতা-কর্মীরা। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে সকল নেতা-কর্মীরা এ সময় একত্রিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট