ইমরান বিন সুলতান (স্টাফ রিপোর্টার) গত ১৬ই নভেম্বর ২০২৪, ময়মনসিংহের গফরগাঁওয়ে মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছিল তারুণ্য সমাবেশের উদ্যোগে সিরাত কনফারেন্স ও কুইজ প্রতিযোগিতা। এই আয়োজনে গফরগাঁও থানা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উক্ত প্রতিযোগিতায় জামিয়া নুরুল উলুম গফরগাঁও-এর ছাত্র মোহাম্মদ তারেক আহমেদ প্রথম স্থান অধিকার করেন। বিজয়ী হিসেবে তিনি একটি ল্যাপটপ পুরস্কার লাভ করেন। পুরস্কার গ্রহণের পর জামিয়ায় ফিরে আসলে তাকে শুভেচ্ছা জানান জামিয়ার শাইখুল হাদিস ও নাজিমে তা’লীমাত (শিক্ষা সচিব) মুফতি মাহমুদ হাসান সাহেব (হাফিজাহুল্লাহ)। তিনি তারেক আহমেদকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে বলেন, “তুমি জামিয়ার গর্ব। তোমার মতো শিক্ষার্থীদের নিয়ে আমরা আগামী প্রজন্ম গড়ে তোলার স্বপ্ন দেখি।”
মুফতি মাহমুদ হাসান সাহেব আরও বলেন, “তারুণ্য সমাবেশের এ ধরনের আয়োজন গফরগাঁওয়ের জন্য একটি অনন্য উদ্যোগ। এমন সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা প্রয়োজনীয়তা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শীর্ষ আলেম, কবি, লেখক ও গবেষক মুসা আল হাফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ইউসুফ বিন মুনির, মুফতি ইমরান হোসেন আজাদ, মুফতি ফারহান ফরিদ, মুফতি রায়হান হোসাইন, মাওলানা তাসরিফ মাহমুদ, সহ স্থানীয় স্কুল-কলেজের সম্মানিত শিক্ষক, ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য তারুণ্য সমাবেশকে সবাই ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তরুণ প্রজন্মকে নৈতিকতা, শিক্ষা এবং ইসলামের সুমহান আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।